শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের হারের দায় শুধু খেলোয়াড়দের দিতে রাজি নন মাশরাফি বিন মুর্ত্তজা। দলের হারে টিম ম্যানেজমেন্টের অবহেলাকে বড় করে দেখছেন তিনি। তিনি বলেন টিম ম্যানেজমেন্ট দেখলে মনে হয় একটা রিহ্যাব সেন্টার, যেখানে দক্ষিণ আফ্রিকার সব চাকরি না পাওয়া কোচগুলো একসঙ্গে আমাদের রিহ্যাব সেন্টারে চাকরি করছে। এদের বাদ দেওয়া আরও বিপদ। কারণ চুক্তির পুরো টাকাটা নিয়ে চলে যাবে। তাই তারা যতদিন থাকবে ততদিন মন যা চাইবে তাই করবে। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা ছাড়াও নানান প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন টাইগারদের রঙিন পোশাকের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজা। শ্রীলংকার বিপক্ষে বোলিং পরিবর্তন নিয়ে যে সমালোচনা হচ্ছে সেজন্য কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মাশরাফি। পাশাপাশি লিটন দাশের ক্যাচ ফেলে দেওয়াটাকে দুর্ভাগ্য হিসেবে মানছেন মাশরাফি। তিনি বলেন ড্রিংকস ব্রেকের সময় কোচ মাঠে এসেছিলেন। তিনি নিশ্চয় তখন অধিনায়কের সাথে কথা বলেছেন। তাহলে হারের পর সব দায় কেন অধিনায়কের হবে? এদিকে লিটন দাশের ক্যাচ মিস করায় কোন অজুহাত না দেখালেও আঙুল তুলছেন ফিল্ডিং কোচ রায়ান কুকের দিকে। কোচিং স্টাফদের এক হাত নিলেও দলের ক্রিকেটারদেরও ছেড়ে কথা বলেননি মাশরাফি। দায় খেলোয়াড়দেরকেই নিতে হয়। কারণ মাঠে তারাই খেলে। তবে খেলোয়াড়দের সেরকম পরিবেশ করে দিতে হবে। তাদেরকে বোঝাতে হবে তাদের বিপদে কেউ পাশে না থাকুক, অন্তত টিম ম্যানেজমেন্ট থাকবে। এদিকে মাশরাফি কোচিং স্টাফের সমালোচনা করলেও সে সবকে পাত্তা দিচ্ছেন না ওটিস গিবসন। দলের বাইরের কারও কথা নিয়ে কোনো আগ্রহ নেই বাংলাদেশের বোলিং কোচের। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন গতকাল মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বোলিং কোচ উড়িয়ে দিলেন এই প্রসঙ্গ।