এবারের আবুধাবি টি-টোয়েন্টি ক্রিকেট লিগে বাংলা টাইগার্সের শুরুটা হয়েছিল হার দিয়ে। প্রথম ম্যাচে স্বাগতিক টিম আবুধাবির কাছে হেরেছিল বাংলা টাইগার্স। তবে ফিরতি দেখায় দারুণ প্রতিশোধ নিলো বাংলাদেশের দলটি। স্বাগতিক আবুধাবিকে ১০ রানে হারিয়ে প্রতিশোধ নেওয়ার পাশাপাশি পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো বাংলা টাইগার্স। টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে হারলেও পরের ম্যাচ থেকে একেবারে অপ্রতিরোধ্যে এক দলে পরিণত হয়েছে বাংলা টাইগার্স। এ নিয়ে টানা চার ম্যাচে জিতল বাংলার দলটি। আর দলটির হয়ে দুর্দান্ত ব্যাটিং করছেন হজরতুল্লাহ জাজাই এবং উইল জেকস। গতকাল ও হেসেছে এ দুজনের ব্যাট। দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও সফল বাংলা টাইগার্স এর বোলাররা। বিশেষ করে ফকনার এবং হাওয়েল এর মারাত্মক বোলিং এর সুবাদে প্রতিশোধের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলা টাইগার্স। টসে হেরে ব্যাট করতে নামা বাংলা টাইগার্স ৪ রানেই প্রথম উইকেট হারায়। চার্লস জনসন শুরুতে ফিরলেও দ্বিতীয় উইকেটে জেকস এবং জাজাই মিলে যোগ করেন ৬৩ রান। টানা তিন ম্যাচে ভালো করা জেকস ফিরেছেন ঝড় তোলে। ১৭ বলে ৫টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৪৩ রান করে ফিরেন। বিরাট হাতে ঝড় তুলেছেন আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা জাজাই। ২০ বলে ৪১ রান করেন এই আফগান। ৩টি চার এবং ৩ টি ছক্কা মেরেছেন তিনি। ইসুরু উদানা করেন ৯ বলে ১৪ রান। টুর্নামেন্টে প্রথম রানের দেখা পেয়েছেন ফাফ ডু প্লেসিস। তার ব্যাট থেকে আসে ২২ রান। ৮ বলের ইনিংসে ১ টি চার এবং ২ টি ছক্কা মেরেছেন তিনি। শেষ পর্যন্ত বাংলা টাইগার্স এর স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৩০। জবাবে ব্যাট করতে নামা টিম আবুধাবি শুরুতেই জেমস ফকনারের বোলিং তোপের মুখে পড়ে। তবে ক্রিস গেইল লড়াই করে গিয়েছিলেন দলকে জেতাতে। কিন্তু তার হাফ সেঞ্চুরি টি কাজে আসলো না। টাইগার্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে ১২০ রানে থামে স্বাগতিক টিম আবুধাবির ইনিংস । আর তাতে দশ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলা টাইগার্স। ক্রিস গেইল ২৩ বলে করেন ৫২ রান। যাতে তিনি তিনটি চার এবং পাঁচটি ছক্কা মেরেছেন। ছাড়া লিভিংস্টোন করেন ছয় বলে ৩০ রান। দলের বাবি কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেনি। বাংলা টাইগার্স এর পক্ষে ফকনার এবং হাওয়েল নিয়েছেন দুটি করে উইকেট।












