কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ‘টিভেট ইমপ্লিমেন্টেশন প্ল্যান ২০২৫–২০৩০’ বিষয়ক বিভাগীয় ডিসেমিনেশন ওয়ার্কশপ গত ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে স্কিলস ডেভেলপমেন্ট এবং হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। সম্প্রতি অনুমোদিত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং বিদেশি ভাষা শিক্ষার মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে বাস্তবায়নের জন্য প্রণীত ৮৭টি অগ্রাধিকারমূলক কর্মসূচি দেশের টিভেট সেক্টরকে আন্তর্জাতিক মানে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইডব্লিউ) ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, এটি শুধু একটি পরিকল্পনা নয়, জাতীয় রোডম্যাপ। যা আগামী পাঁচ বছর ধরে শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, আধুনিক শিক্ষণ উপকরণ, ব্লেন্ডেড লার্নিং, বিএনকিউএফ বাস্তবায়ন, মনিটরিং সিস্টেম এবং টিভেট অ্যাক্ট প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়নে সহায়ক হবে।
কর্মশালায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিল্পখাতের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীরা। এতে গ্রুপ ওয়ার্ক ও মুক্ত আলোচনা হয়। এছাড়া মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও মতামত সংগ্রহ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।