টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ১০:৫১ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে বাড়িওয়ালার বিরুদ্ধে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্তকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। শিশুর পরিবার জানায়, ঈদের দিন বিকেল সাড়ে ৪টার দিকে বাড়িওয়ালা দুলাল (৪৭) টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

অভিযুক্ত দুলাল বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চিনকি আস্তানা স্টেশন রোড এলাকার উত্তর সোনাপাহাড় গ্রামের মৃত ফকির আহম্মদের ছেলে এবং পেশায় পিকআপ ড্রাইভার। মেয়েটির বাড়ি চাঁদপুর জেলায়। তার পরিবার দুলালের বাড়িতে ভাড়া থাকতো বলে জানায় এলাকাবাসী।

পূর্ববর্তী নিবন্ধজায়গা পরিমাপের সময় দুইপক্ষের ঝগড়া, বৃদ্ধের মৃত্যু
পরবর্তী নিবন্ধচন্দনাইশ ও সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে ২ ব্যক্তির মৃত্যু