রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রাত ৮টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মনি আক্তার (২৭)। সে ওই এলাকার আইয়ুব খানের পুত্র মো. পারভেজের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মাহবুবুল আলম জানান, রাতে টিভি দেখার জন্য প্লাগ লাগাতে গিয়েছিল গৃহবধূ মনি। এ সময় একটি বৈদ্যুতিক তার আগে থেকে ছেড়া থাকার বিষয়টি তিনি বুঝতে না পেরেই সংযোগ লাগিয়ে দেয়। এতে তিনি বিদ্যুতায়িত হন।
তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গৃহবধূ মনির সাড়ে চার বছর বয়সী এক কন্যা ও দেড় বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।