টিভি ক্যামেরা জার্নালিস্টস এসো’র ক্রীড়া প্রতিযোগিতা

| বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:২২ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবস২০২৫ উপলক্ষে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। গত ১৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় টিসিজেএ মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তর) শওকত আজম খাজা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিক আহমেদ সাজীব। সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (প্রচার) শিহাব উদ্দিন মুবিন। এতে আরও বক্তব্য রাখেন টিসিজেএ’র সাবেক সভাপতি এনামুল হক, সহসভাপতি মোহাম্মদ আলী আকবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। পরে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় টিসিজেএ’র সাংগঠনিক সম্পাদক বাসুদেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান, নির্বাহী সদস্য মো. নুর হাসিব ইফরাজ, রবিউল হোসেন টিপুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ