নগরীর লয়েল রোডে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় টিবি প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। টিবি প্রতিরোধে থেরাপি (টিপিটি) প্রতিপাদ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমবিডিসি) অধ্যাপক ডা. শামিউল ইসলাম। তিনি বলেন, টিবি বা যক্ষা শুধু ফুসফুসের ব্যাধি নয়। এটি দেহের যেকোনো অঙ্গপ্রত্যঙ্গে সংক্রমিত হতে পারে। তবে ফুসফুসে যক্ষ্মা সংক্রমণের হার সবচেয়ে বেশি হওয়ায় সরকারি সচেতনতামূলক প্রচারণায় সেটাকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর। সঞ্চালনায় ছিলেন জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির চট্টগ্রাম বিভাগীয় বিশেষজ্ঞ ডা. বিশাখা ঘোষ।
বিশেষ অতিথি ছিলেন আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ, বিএমএর সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী, বিআইটিআইডির ল্যাব ইনচার্জ অধ্যাপক ডা. শাকিল আহমদ, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপ-পরিচালক ডা. শফিকুল ইসলাম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। কর্মশালায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জন, ৫টি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, বিভিন্ন বক্ষব্যাধি হাসপাতালের ইনচার্জ, জুনিয়র কনসালট্যান্ট ও মেডিকেল অফিসারগণ অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।