টিন দিয়ে ঘিরে কাটা হচ্ছে পাহাড়

উত্তর পাহাড়তলী এলাকা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৪:৫১ পূর্বাহ্ণ

নগরীর উত্তর পাহাড়তলী এলাকায় টিন দিয়ে পাহাড়ের একাংশ ঘিরে ভেতরে পাহাড় কাটার চিত্র দেখা গেছে। গতকাল পাহাড় কাটার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে এ চিত্র প্রত্যক্ষ করেছেন চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড ও সহকারী কমিশনার ইউছুফ হাসান।

পাহাড় কেটে মাটি সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল জানিয়ে সহকারী কমিশনার ইউছুফ হাসান আজাদীকে বলেন, পাহাড় কাটার খবর পেয়ে অভিযান চালিয়েছি। ঘটনাস্থলে গিয়ে দেখি, টিন দিয়ে পাহাড়ের একাংশ ঘিরে রেখে সেটার ভেতরে পাহাড় কাটা হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, শনিবার রাত থেকে পাহাড় কেটে মাটি সরানোর চেষ্টা করা হচ্ছিল। তবে ঘটনাস্থলে আমরা দোষীদের কাউকে পাইনি। পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছি। অধিদপ্তর মামলা করবে।

তিনি বলেন, টিনের অবৈধ বাউন্ডারি খুলে পরিবেশ অধিদপ্তরের জিম্মায় দেওয়া হয়েছে। একই এলাকার উত্তর লেকসিটিতেও পাহাড়ের উপরে টিনের তৈরি কয়েকটি অস্থায়ী ঘর প্রত্যক্ষ করেছি আমরা। অবৈধভাবে তৈরি করা ঘরগুলো নিজেরা অপসারণ করবে বলায় আমরা কিছু করিনি। পরদিন (আজ) সকাল পর্যন্ত সময় দেওয়া দেওয়া হয়েছে। পাহাড় কাটছে এমন খবর পাওয়া মাত্রই অভিযান পরিচালনা করা হবে বলেও জানান ম্যাজিস্ট্রেট।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়ছে
পরবর্তী নিবন্ধচাঁদাবাজির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে হত্যা