চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার টেবিল টেনিস অনূর্ধ্ব পঞ্চাশ এককের বেশ কয়েকটি ম্যাচ গতকাল ২১ নভেম্বর প্রেস ক্লাবে সম্পন্ন হয়েছে। এতে মিন্টু চৌধুরী প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেন। এর আগে ক গ্রুপ থেকে মিন্টু চৌধুরী শরীফুল হককে, খ গ্রুপ থেকে নিরূপম দাশগুপ্ত প্রতিপক্ষকে হারিয়ে, গ গ্রুপ থেকে সুমন গোস্বামী জাহেদ মোতালেবকে এবং একই গ্রুপ থেকে আজহার মাহমুদ সুমন গোস্বামীকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হন। একইভাবে ঘ গ্রুপ থেকে শহীদুল্লাহ শাহরিয়ার হাসনাত মোর্শেদকে হারিয়ে এবং আরিচ আহমেদ শাহ শহীদুল্লাহ শাহরিয়ারকে পরাজিত করেন। এরপর প্রথম সেমিফাইনালে মিন্টু চৌধুরী আরিচ আহমদ শাহকে পরাজিত করেন। খেলাসমূহ পরিচালনা করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু।