চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত সপ্তম সিসিএল ইন্ডিপেনডেন্স কাপ স্পোর্টস কার্নিভ্যালে টেবিল টেনিস ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সদস্য এককে চ্যাম্পিয়ন হন জাবেদ হাসেম নান্নু, রানার আপ হন শেখ হাসান জামান। সদস্য দ্বৈতে চ্যাম্পিয়ন হন পারভেজ এম মোহন ইফসুফ এবং এ এ এম শাহনেওয়াজ খান, রানার্স আপ হন জাবেদ হাসেম নান্নু এবং ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজ্জাদ। সহধর্মিণীদের এককে চ্যাম্পিয়ন কীরান আজিম এবং রানার আপ ফারজানা হাকীম, দ্বৈতে চ্যাম্পিয়ন কীরান আজিম এবং ফারজানা হাকীম রানার্স আপ আমিনা সুলতানা (ডলি) এবং মুনিরা জোহের। সদস্যদের সন্তানদের খেলায় চ্যাম্পিয়ন হয় সৈয়দ মোহাম্মদ আশফাক উদ্দিন আইনান ও রানার আপ হয় সামির হোসাইন।