কাতার বিশ্বকাপের দারুণ উদ্বোধনীর পর ফিফার এক মুখপাত্র জানিয়েছেন এবারে প্রায় ৩০ লাখ টিকিট বিক্রি করেছে তারা। বিশ্বকাপের উন্মাদনায় ফিফার আর্থিক ক্ষেত্রে লাভের বন্যা বয়ে যাচ্ছে। শেষ চার বছরে ফিফা প্রায় সাড়ে ৭ বিলিয়ন ডলার উপার্জন করেছে। আর বিশ্বকাপ সেই সংখ্যা নিয়ে যাবে আরও উপরে।
রোববার উদ্বোধনী অনুষ্ঠানের পর ফিফার এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান আমরা ২৯ লাখ ৫০ হাজারের বেশি টিকিট বিক্রি করেছি। আগামী ২৯ দিনে ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে কাতারে। ফিফার প্রায় ৩০ লাখ টিকিট বিক্রিই জানান দেয় বিশ্বকাপের উন্মাদনা।
কাতারের দোহায় ফিফা টিকিট সেন্টার নির্মাণ করেছে। আর সেখান থেকে টিকিটের আশায় সমর্থকরা দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সব মিলিয়ে ২৪ লাখ টিকিট বিক্রি করেছিল ফিফা। অর্থাৎ ইতোমধ্যেই রাশিয়া বিশ্বকাপকে টপকে গেছে কাতার বিশ্বকাপ।