নিউজিল্যান্ডের ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে ব্যাটিং ধস নামে বাংলাদেশের। হারতে হয় বাজেভাবে। সিরিজ বাঁচানোর লড়াইয়ে তারা আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে সফরকারীদের। এই টেস্ট কোনো টিকিট ছাড়াই দেখতে পারবেন দর্শকরা। গতকাল বিসিবি জানায়, চার দিনের এই আনঅফিসিয়াল টেস্টের সবগুলো দিনই দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে গ্যালারি। ৫ নম্বর গেট বাদে বাকি গ্যালারিগুলোতে কোনো টিকিট ছাড়াই খেলা দেখতে পারবেন তারা। যদিও কিছু নির্দেশনা দিয়ে রেখেছে বিসিবি।