টিকিটের দামেও রেকর্ড কাতার বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৯ নভেম্বর, ২০২২ at ৭:৩৬ পূর্বাহ্ণ

কাতার বিশ্বকাপ নানাভাবে রেকর্ডের পর রেকর্ড গড়ছে। ইতিহাসের সবচাইতে ব্যয়বহুল একটি বিশ্বকাপ এটি। আয়োজনের খরচ আগের অন্তত ২০ বিশ্বকাপের চাইতেও বেশি ছাড়িয়ে গেছে। নির্মাণ করা হয়েছে নতুন নতুন সব স্টেডিয়াম। শুধু তাই নয় ফাইনালের স্টেডিয়ামের জন্য একটি শহরও নির্মাণ করা হয়েছে কাতারে। যেটাকে ভবিষ্যতের দুবাই বলা হচ্ছে।
অন্য সবকিছুর মত টিকিটের দামের দিক থেকেও রেকর্ড গড়েছে কাতার বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে টিকিটের পেছনে গত ২০ বছরের তুলনায় সবচেয়ে বেশি খরচ করতে হবে দর্শকদের। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ আসরের চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশি দাম দিতে হচ্ছে প্রতি টিকেটের

জন্য। জার্মানির মিউনিখ ভিত্তিক খেলাধুলার সংবাদ মাধ্যম কেলার স্পোর্টসের এক সমীক্ষায় এ তথ্য জানা গেছে।
এবারের বিশ্বকাপের ফাইনালের টিকিট গড়ে ৬৮৪ পাউন্ড করে কিনতে হচ্ছে। রাশিয়া বিশ্বকাপে প্রতি ম্যাচের টিকিটে গড়ে ২১৪ পাউন্ড খরচ হয়েছিল দর্শকদের। এবারের আসরে সেটি বেড়ে হয়েছে গড়ে ২৮৬ পাউন্ড। কেলার স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, গত ২০ বছরের মধ্যে কাতার বিশ্বকাপের টিকেটই সবচেয়ে বেশি খরুচে। সবশেষ আসরের ফাইনালের চেয়ে এবারের ফাইনালে ৫৯ শতাংশ বেশি দামে কিনতে হবে টিকেট। এর আগে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছিল, কাতার বিশ্বকাপের প্রায় ৩০ লাখ টিকেট বিক্রি হয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধজমে উঠেছে পিটুপি বিল্ড এক্সপো
পরবর্তী নিবন্ধ১৮শ কেজি মাংস ও শেফ নিয়ে আসছে আর্জেন্টিনা-উরুগুয়ে