টিকা সংগ্রহ-বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান টিআইবির

| বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৭:৫৭ পূর্বাহ্ণ

কোভিড-১৯ থেকে সুরক্ষা পেতে টিকা সংগ্রহের ক্রয় পদ্ধতি, প্রাপ্তি এবং অগ্রাধিকার অনুযায়ী বিতরণ প্রক্রিয়ায় যে কোনো ধরনের বিতর্ক ও বিভ্রান্তি দূর করতে সকল পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এছাড়া স্বাস্থ্যখাতে অবারিত দুর্নীতির ঘটনার পুনরাবৃত্তি এড়াতে বৃহৎ এই টিকা কার্যক্রমে যে কোনো মূল্যে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে প্রযোজ্য আইন ও বিধি অনুসরণের তাগিদ দিয়েছে সংস্থাটি। খবর বাংলানিউজের।
কোভিড-১৯ এর কার্যকর টিকার সংখ্যা এখন পর্যন্ত খুবই কম হওয়ায় এবং এর উৎপাদন ও সরবরাহের সীমাবদ্ধতা থাকায় টিকা প্রাপ্তি নিয়ে শুরু থেকেই বিশ্বজুড়ে এক ধরনের প্রতিযোগিতা ছিল। এমন বাস্তবতার মাঝেও সরকার অঙফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত টিকা ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে দ্রুত সংগ্রহের উদ্যোগ গ্রহণ করে সাধুবাদ পাবার যোগ্য হলেও সংশ্লিষ্ট বাণিজ্যিক চুক্তি এবং সময়মত টিকা প্রাপ্তির সম্ভাবনা বিতর্ক এড়াতে পারেনি। বরং বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে বলে উল্লেখ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

পূর্ববর্তী নিবন্ধশেয়ার দরে অস্বাভাবিক ওঠানামা তদন্তের নির্দেশ
পরবর্তী নিবন্ধবহির্নোঙরে যায়নি কোনো জাহাজ