টিকা নিয়ে গুজবে সাড়া না দেওয়ার আহ্বান

করোনা টিকাদানে সিভিল সার্জন কার্যালয়ে প্রশিক্ষণ

| রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৭:৪৬ পূর্বাহ্ণ

আসন্ন কোভিড-১৯ টিকাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পর্যায়ে দুই দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) গতকাল শনিবার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। আজ রোববার পর্যন্ত প্রশিক্ষণ চলবে। সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খানের সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. উ খ্য উইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. আবদুল মজিদ ওসমানী, ডা. নূর উদ্দিন, ডা. এফ.এম জাহিদুল ইসলাম, ডা. মোহাম্মদ আশরাফ, ডা. নওশাদ খান ও মোহাম্মদ হামিদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, কোন ধরনের দুর্ঘটনা ব্যতিরেকে চট্টগ্রামে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রক্ষিকদের প্রশিক্ষিত করে তোলা এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। সকলের সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক সহযোগিতা পেলে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম সফল হবে। তবে টিকা নিয়ে কোন ধরনের গুজবে সাড়া না দিতে তিনি সকলের প্রতি উদাত্ত আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রয়াত ১০ আ.লীগ নেতাকে শ্রদ্ধায় স্মরণ রেজাউলের
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের লোকজ সংস্কৃতি বিশ্বব্যাপী সমাদৃত