টিকা নিলেন সৌদি বাদশা

| রবিবার , ১০ জানুয়ারি, ২০২১ at ৪:৫৭ পূর্বাহ্ণ

সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ কোভিড-১৯ টিকা নিয়েছেন। ৮৫ বছর বয়সী বাদশাকে যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজারের উদ্ভাবিত টিকা দেওয়া হয়েছে বলে আরব নিউজ জানিয়েছে। সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া জানান, শুক্রবার টিকার প্রথম ডোজ নিয়েছেন বাদশা সালমান। খবর বিডিনিউজের।
নিজের সুরক্ষার পাশাপাশি ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই শ্রেয়’ সরকারের এই নীতি জনগণের সামনে তুলে ধরতেই টিকা নিয়েছেন সালমান বিন আবদুল আজিজ। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মহামারী শুরুর প্রথম দিন থেকেই তিনি (বাদশা) জনগণের স্বার্থে সব ধরনের পদক্ষেপে সমর্থন দিয়ে আসছেন।’ করোনাভাইরাস মহামারীর বছর গড়ানোর পর এখন বিভিন্ন দেশেই টিকা দেওয়া শুরু হয়েছে। জনগণকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে রাষ্ট্রনায়করা প্রকাশ্যে টিকা নিচ্ছেন। মধ্যপ্রাচ্যে বাহরাইনের পর সৌদি আরব প্রথম দেশ, যেখানে টিকা অনুমোদন পেয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তার ভাই খালিদ বিন সালমানসহ রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা ইতোমধ্যে টিকা নিয়েছেন বলে আরব নিউজ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাওল পদ্ধতির প্রসার হলে কমবে স্বাস্থ্য খাতের বাজেট
পরবর্তী নিবন্ধমঞ্চ থেকে নামিয়ে দেয়া হলো বিদ্রোহী প্রার্থীকে