টিকা নিবন্ধন কার্যক্রমে আইনজীবীদের সহায়তা দিল রেড ক্রিসেন্ট

| শুক্রবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে আইনজীবীদের কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম সহজ করার লক্ষ্যে নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা করে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। সকাল থেকে বিপুল সংখ্যক আইনজীবীদের নিবন্ধন কার্যক্রম রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের যুব স্বেচ্ছাসেবকরা পরিচালনা করে। নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক একেএম জিয়াউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সালের নেতৃত্বে কার্যক্রমে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ খান, তানভীর আহমেদ চৌধুরী মাহিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রযাত্রা দৃশ্যমান
পরবর্তী নিবন্ধএশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ভর্তি প্রসঙ্গে