চট্টগ্রামে আইনজীবীদের কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম সহজ করার লক্ষ্যে নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা করে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। সকাল থেকে বিপুল সংখ্যক আইনজীবীদের নিবন্ধন কার্যক্রম রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের যুব স্বেচ্ছাসেবকরা পরিচালনা করে। নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক একেএম জিয়াউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সালের নেতৃত্বে কার্যক্রমে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ খান, তানভীর আহমেদ চৌধুরী মাহিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।