করোনাভাইরাসের কমিউনিটি সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ায় টিকা না নেওয়া নাগরিক, বিশেষ করে বয়স্কদের আগামী কয়েক সপ্তাহ যতটা সম্ভব ঘরে থাকার পরামর্শ দিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার দেশটিতে নতুন করে ৮৮ জনের কোভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে, দৈনিক আক্রান্তের হিসাবে যা গত বছর অগাস্টের পর সর্বোচ্চ। বিভিন্ন বার এবং মৎস্য বন্দরগুলোতে সংক্রমণ বাড়ার সঙ্গে সিঙ্গাপুরে রোগী শনাক্তও বেড়েছে।
প্রতিবেশী দেশগুলোর তুলনায় সিঙ্গাপুরে দৈনিক রোগী শনাক্তের হার অনেক কম হলেও নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়াটা এশিয়ার এই বাণিজ্যকেন্দ্রের জন্য একটি ধাক্কা হয়ে এসেছে। সংক্রমণের প্রথম দফা বেশ ভালোভাবেই সামাল দিতে পেরেছিল দেশটি। এ মাসের ১০ তারিখেও সিঙ্গাপুরে নতুন কোনো রোগী ছিল না। বিক্রেতাদের কোভিডে আক্রান্ত হতে থাকার প্রেক্ষাপটে আগাম সতর্কতা হিসেবে রোববার দেশটির কর্তৃপক্ষ মাছ এবং সামুদ্রিক খাদ্যপণ্য বিক্রির দোকানগুলো বন্ধ করে দিয়েছে।












