করোনার টিকা সংক্রান্ত নানা তথ্য-উপাত্ত ও প্রশ্নোত্তর নিয়ে ‘টিকার টুকিটাকি’ শীর্ষক দৈনিক আজাদীর ফেসবুক লাইভ অনুষ্ঠান শুক্রবার। স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র ‘দৈনিক আজাদী’র ফেসবুক পেজ (Dainik Azadi –দৈনিক আজাদী)-এ শুক্রবার রাত ৯টায় এ অনুষ্ঠান শুরু হবে।
অনুষ্ঠানে যুক্ত থেকে টিকা সম্পর্কিত সব ধরণের প্রশ্নের সরাসরি জবাব দেবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর, চট্টগ্রাম সিটিকর্পোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও চসিক করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী এবং চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ও প্রধান নির্বাহী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার রতন বড়ুয়া।
টিকা সম্পর্কিত অজানা সব প্রশ্নের উত্তর পেতে লাইভ অনুষ্ঠান চলাকালীন কমেন্ট বক্সে প্রশ্ন করতে হবে। ফেসবুক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে আগ্রহীরা নিজেদের গুরুত্বপূর্ণ অভিমতও জানাতে পারবেন।