টিকটকে ছাত্রীদের নিয়ে আপত্তিকর ভিডিও স্কুলছাত্র বহিষ্কার

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় টিকটকে ছাত্রীদের উদ্দেশ্য করে আপত্তিকর ভিডিও প্রচার করায় আব্দুল্লাহ আল ফারদিন নামে এক স্কুলছাত্রকে বহিষ্কার করা হয়েছে। সে উপজেলার পুটিবিলা ইউনিয়নস্থ গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও একই ইউনিয়নের সিকদার পাড়ার মোহাম্মদ নাজিম উদ্দিনের পুত্র।

জানা যায়, গত ১৫ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ওই ছাত্রের একাউন্টে স্কুলড্রেস পরিহিত অবস্থায় বিদ্যালয়ের ছাত্রীদের উদ্দেশ্য করে একটি আপত্তিকর ভিডিও প্রচার করা হয়। তারই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের অফিস কক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ আবুল মোজাফফরের সভাপতিত্বে এক জরুরি সভার আয়োজন করা হয়। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. নুরুল আবছার প্রধান অতিথি এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকশিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে ওই ছাত্রকে বিদ্যালয় থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়। একইদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সোবহান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে ওই ছাত্রকে বহিষ্কারের আদেশ জারি করা হয়।

একাডেমিক সুপারভাইজার মো. নুরুল আবছার জানান, টিকটকে গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উদ্দেশ্যে করে আপত্তিকর ভিডিও প্রচার করার অপরাধে একই স্কুলের ছাত্র আব্দুল্লাহ আল ফারদিনকে বহিষ্কার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের দুঃসাহস মেনে নেয়া যাবে না
পরবর্তী নিবন্ধরাজনৈতিক দলের নামে কেউ চাঁদাবাজি করলে প্রতিরোধ করার নির্দেশ সিএমপি কমিশনারের