টিকটক

রাসু বড়ুয়া | সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:২২ পূর্বাহ্ণ

সংসারটারে খাচ্ছে গিইলা

মোবাইলেতে চুবাইয়া

লাজ শরমের নাই রে বালাই

টিকটকে মন ডুবাইয়া।

ক্রিয়েটররা মোবাইলটারে

নিইয়া নিছে দখলে

কমেন্টস ভিউ বাড়ার জন্য

করছে যা তা সকলে।

যায় যাবে যাক রসাতলে

সমাজের হোক অবক্ষয়

ছেলেমেয়ে বউঝি বলো

বুড়োরাও মইজা রয়।

ভাইরালেরই নেশার ঘোরে

জাইগা থাকে ঘুমাইয়া

ফেসবুকেতে কন্টেন্ট ছাইড়া

রাইখাছে সব ভুলাইয়া।

পূর্ববর্তী নিবন্ধসবুজ অরণ্যকে বাঁচাতে হবে
পরবর্তী নিবন্ধএডভোকেট মোজাফফর আহমেদ খান স্মরণে