টিউশনের টাকায় ইফতার বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ মে, ২০২১ at ১০:২০ পূর্বাহ্ণ

টিউশনের জমানো টাকা দিয়ে দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করলেন উত্তর জেলা ছাত্রলীগের কর্মী শুভ বণিক। গত রোববার সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে পথশিশু ও দরিদ্রদের মাঝে ৫শ প্যাকেট ইফতার বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সুদীপ্ত চৌধুরী, কিল্টন ধর, কৌশিক চৌধুরী ও দিব্য চৌধুরী।
সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে সারিবদ্ধভাবে ইফতার সাজানো হয়। তবে ছিল না কোনো আনুষ্ঠানিকতা। পথশিশু ও দরিদ্র ব্যক্তিরা নিজেদের ইফতার নিজেরা নিয়ে চলে যায়।

পূর্ববর্তী নিবন্ধবৈরাগে ৫শ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান
পরবর্তী নিবন্ধবীরকন্যা প্রীতিলতার ১১০তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি