টিউবওয়েল চুরি রোধ করুন

| সোমবার , ৩১ অক্টোবর, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

চাঁদপুরে ছিঁচকে চোরের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। জেলার সবক’টি এলাকাতেই বেড়েছে টিউবওয়েল চুরির হিড়িক। প্রায় প্রতি রাতেই দুই চারটি টিউবওয়েল চুরির ঘটনা ঘটছে চাঁদপুরের ৮৯টি ইউনিয়নসহ পৌর এলাকাগুলোতে। শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানা কিংবা জনস্বার্থে বসানো টিউবওয়েলের উপরের অংশ খুলে নিয়ে যাচ্ছেন একশ্রেণির চোর চক্র।

এতে করে পানি সংকট নেমে আসে সাধারণ জনজীবনে। রাত ১২টার পর কিংবা নীরবতা বুঝে অনেক এলাকায় সন্ধ্যার পরেই এসব চোরের আনাগোনা দেখা মিলে বাড়ির আঙিনায়। চুরির ঘটনাকে কেন্দ্র করে জেলার অধিকাংশ সাধারণ মানুষ রয়েছে চরম আতংকে।

তবে টিউবওয়েল চুরি হওয়া এলাকাগুলোর সচেতন মহলের ধারনা মতে, কিছু বখাটে রয়েছে তারাই এ কাজটি করতে পারে। গাঁজাসহ নানা নেশার টাকা জোগার করতে এমন ছোটছোট চুরি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এসব চুরি ঠেকাতে চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চাঁদপুরের সকল থানা পুলিশের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরাসহ সচেতন মহল।

মো. মাসুদ হোসেন
চাঁদপুর সদর।

পূর্ববর্তী নিবন্ধশচীনদেব বর্মণ : কিংবদন্তী কণ্ঠশিল্পী
পরবর্তী নিবন্ধতোমার কাছে মনটা রেখে