সীতাকুণ্ডের কদম রসুলে অবস্থিত বিলস–ডিটিডিএ ওশ সেন্টারে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র শিপ ব্রেকিং শাখার উদ্যোগে এক সান্ধ্যকালীন সভা গতকাল অনুষ্ঠিত হয়। জাহাজ ভাঙা শ্রমিক নেতা মানিক মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু।
সভায় প্রধান অতিথি জনব ইফতেখার কামাল খান বলেন, জাহাজ ভাঙা শিল্প খাত একটি মারাত্মক দুর্ঘটনা প্রবণ শিল্প খাত। বিভিন্ন পরিসংখ্যানের হিসাব মোতাবেক এই খাতে কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়ে প্রতি বছর ১৫/১৬ জন শ্রমিক নিহত হন। মারাত্মক আহত হয়ে পঙ্গুত্ব বরণকারী শ্রমিকের সংখ্যাও অসংখ্য। নিহতদের কিছু তথ্য পাওয়া গেলেও আহত এবং পঙ্গুত্ব বরণকারীদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য কারো কাছে নেই। এ থেকে বুঝা যায় জাহাজ ভাঙ্গা শিল্প খাতে কর্মরত শ্রমিকেরা কী পরিমাণ অবহেলা এবং অবজ্ঞার শিকার হচ্ছে।
সভায় কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু বলেন, সমপ্রতি সরকার নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরন সম্পর্কিত হংকং কনভেনশন ২০০৯ অনুস্বাক্ষর করেছে। বাংলাদেশে ইতিমধ্যে ৩টি শীপ ব্রেকিং ইয়ার্ড গ্রীন শিপ ব্রেকিং ইয়ার্ডের স্বীকৃতি লাভ করেছে। আরো বেশ কিছু শীপ ইয়ার্ড গ্রীন শীপ ব্রেকিং ইয়ার্ডের স্বীকৃতি লাভের অপেক্ষায় রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।











