টিইউসি নেতৃবৃন্দের সাথে আইএলও’র বিদায়ী কান্ট্রি ডিরেক্টরের মতবিনিময় অনুষ্ঠিত হয়।আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে মতবিনিময় সভায় টিইউসি চট্টগ্রামের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, আব্দুর রহিম, আদূরী কণা এবং আইএলও কর্মকর্তা সাইদুর রহমানসহ অন্যান্যরা।
সভায় টোমো পোটোনিয়ান বাংলাদেশে তাঁর দায়িত্বকালীন সময়ের অভিজ্ঞতা এবং আইএলও’র বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশে শ্রমিকদের কল্যাণে আইএলও দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, এবং এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
টিইউসির পক্ষ থেকে শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত তাঁর বক্তব্যে টোমো পোটোনিয়ানের দক্ষ নেতৃত্ব ও শ্রমিকবান্ধব কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,বাংলাদেশের শ্রম খাতে ইতিবাচক পরিবর্তন সাধনে টোমো পোটোনিয়ানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় হয়ে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।