গতকাল মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।কর্মসূচির অংশ হিসাবে সকাল ১০টায় স্থানীয় কাজির দেউরি মোড়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়ন, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন, চা শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম, হোটেল সেন্ট মার্টিন শ্রমিক ইউনিয়ন শ্রমিক ইউনিয়ন, বাঁশখালী সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়ন, চুন হিং ফাইবার্স শ্রমিক ইউনিয়ন, জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া), পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন, বিউটি পার্লার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, স্টিল মিল শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ইত্যাদি বিভিন্ন বেসিক ইউনিয়নের শ্রমিকেরা নিজ নিজ ব্যানারে যোগদান করেন।
এতে চা বাগানসহ বিভিন্ন সেক্টরের নারী শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণ ছিল। সমাবেশের শুরুতে উদীচী চট্টগ্রামের সাংস্কৃ্তিক দল গণ সংগীত পরিবেশন করেন ।সংগীত পরিবেশন শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম জেলার সভাপতি এবং বাংলাদেশ শ্রম সংস্কার কমিশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত।
টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, টিইউসি কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, পাহাড়তলি আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন নেতা সমীরণ দাশ, ননী গোপাল দাশ, নতুন দাশ, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ পারভেজ, মোঃ সেলিম, চা বাগান শ্রমিক ইউনিয় চট্টগ্রাম এর সভাপতি প্রদীপ দাশ, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির নেতা মহিন উদ্দিন, আব্দুল হালিম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মানিক, মোস্তাফা শেখ, হোটেল সেন্ট মার্টিন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজান , বাঁশখালি সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহমুদুল ইসলাম , নুরুল কবির, চুন হিং ফাইবার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি খোকন বড়ুয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল নবি, জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আহ্বায়ক মানিক মণ্ডল, ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোঃ হানিফ, স্টিল মিল শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা মোঃ রাসেল প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে উদীচী চট্টগ্রামের পক্ষ থেকে সংহতি জানিয়ে বক্তব্য দেন উদীচী চট্টগ্রামের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী সবুজ।
সমাবেশে শ্রম সংস্কার কমিশনের ২৫ দফা সুপারিশ বাস্তবায়ন, স্থায়ী মজুরি কমিশন গঠন, প্রাতিষ্ঠানিকঅপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সেন্ট্রাল ডাটাবেজ তৈরি ও সকল শ্রমিকদের শ্রম আইনে সুরক্ষা প্রদান, দৈনিক ৮ ঘন্টা শ্রমের ভিত্তিতে শ্রমিকের ন্যুন্যতম চাহিদার ভিত্তিতে বেঁচে থাকার মত জাতীয় নিম্নতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারন, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ কে সংস্কার করে গণতান্ত্রিক শ্রম আইনে রূপান্তর করা, শ্রমিকের কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, শ্রমিকের কর্মক্ষেত্রে সামাজিক সুরক্ষা এবং আইএলও কনভেশন ৮৭ ও ৯৮ অনুসারে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।
সমাবেশ শেষে লাল পতাকা বিভিন্ন ফেস্টুনে সজ্জিত এক বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রবর্তক মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত বলেন, একটি বৈষম্যমুক্ত শোষনহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ১৯৭১ সালে জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম।
স্বাধীনতার ৫৪ বছর পরেও একটি শোষণহীন বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে না পারা আমাদের চরম ব্যর্থতা।তিনি শোষনহীন ও বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় শ্রম সংস্কার কমিশনের ২৫ দফা সুপারিশ বাস্তবায়নে দ্রুত রোড ম্যাপ ঘোষণার দাবি জানান।
তিনি সকল শ্রমিককে মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলীয় লেজুরবৃত্তিমূলক ট্রেড ইউনিয়ন পরিহার করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পতাকাতলে সমবেত হয়ে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বাণ জানান।