সুরধ্বনি সঙ্গীতালয়ের উদ্যোগে থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) গ্যালারি হলে যন্ত্রসঙ্গীতানুষ্ঠান ‘সুরতরঙ্গ’ সম্পন্ন হয়েছে। প্রকৌশলী নীপেশ রঞ্জন হোরের সভাপতিত্বে গত ১ আগস্ট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি নীড এ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ। অতিথি ছিলেন গিটার শিল্পী ডা. বাবুল কান্তি সেনগুপ্ত, গিটার প্রশিক্ষক শ্যামল মিত্র, সুরধ্বনি সঙ্গীতালয়ের উপদেষ্টা দুলাল কান্তি দে। শুভেচ্ছা বক্তব্য রাখেন সুরধ্বনি সঙ্গীতালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মদন মোহন ঘোষ। হাওয়াইয়ান গিটার, স্প্যানিশ গিটার, এস্রাজ, বেহালা ও কি–বোর্ড একক পরিবেশনায় ছিলেন– ডা. সুজিত কুমার বিশ্বাস, কন্ঠে রিয়াজ ওয়াযেজ, বিশুতোষ তালুকদার, ইলিয়াছ ইলু, ডা. বাবুল কান্তি সেনগুপ্ত, মায়া দে, পূর্ণা সেন, মদন মোহন ঘোষ, সাথী দে, রাজ প্রীতম ঘোষ, দুর্জয় পাল, ডা. মোমিতা ঘোষ, মঞ্জুরুল হক মঞ্জু, অরুপ তালুকদার, যন্ত্রী কীবোড সৈকত তবলা অনিক সেন গুপ্ত, অক্টোপ্যাড রাজেন্দ্র দে মুন, বেইজ গিটার শাহাজাহান। উপস্থাপনায় ছিলেন প্রবীর দে। অনুষ্ঠানে সাউন্ড টাচ সিটিজির পরিচালক গিটার শিল্পী ইলিয়াছ ইলুকে সম্মাননা দেয়া হয়।