সঙ্গীতগুরু পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা গতকাল বুধবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শুরুতে তাঁর প্রতিকৃতিতে ছাত্র–ছাত্রীরা সঙ্গীতগুরুর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরিষদের সভাপতি শিল্পী সুব্রত দাশ অনুজের সভাপতিত্বে স্মৃতিকথনে অংশ নেন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ, অশোক ধর, হিমাদ্রী শেখর চৌধুরী। অনুষ্ঠানে বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী উস্তাদ রাখাল নন্দী ও আর্য সঙ্গীত–চট্টগ্রামের অধ্যক্ষ তবলা শিল্পী উস্তাদ তরুণ দাশকে সংবর্ধনা প্রদান করা হয়। শিমুল দাশ ও রিয়া দাশের পরিচালনায় শুরুতে শাস্ত্রীয় সঙ্গীত সমবেত ভুপালী রাগে ধ্রুপদ। খেয়াল পরিবেশন করেন শিল্পী দোলন চক্রবর্তী (কন্ঠ), শিল্পী শ্রাবন্তী ধর, শিল্পী সহেলী চৌধুরী, তবলা লহরা উস্তাদ আশীষ চৌধুরী, বংশী পরিবেশনায় প্রাণেশ ভট্টাচার্য, তবলা সঙ্গতে উৎপল দে মিঠু, সানি দে, রুপ্লব গুপ্ত, পলাশ দে, তানপুরায় সম্পদ বড়ুয়া, প্রমা অবন্তি, রিয়া দাশ, হারমোনিয়ামে সঞ্চয় বণিক, কে পি দাশ, শিমুল দাশ, অর্পিতা রক্ষিত, উৎপল শীল। বাচিক শিল্পী প্রবীর পালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল দে মিঠু। বক্তারা বলেন, সঙ্গীতগুরু পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী ছিলেন একজন গুণী শিল্পী। তিনি তাঁর পরিশ্রম ও সাধনায় সঙ্গীতকে হৃদয়ে ধারণ করেছেন। তিনি ছিলেন চট্টগ্রামের শাস্ত্রীয় সঙ্গীত বিশেষজ্ঞ। তিনি সংস্কৃতিকমণ্ডলে আমৃত্যু বেঁচে থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।