টিআইসিতে রবীন্দ্র সংগীতের অনুষ্ঠান

| শুক্রবার , ৬ জানুয়ারি, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসি) রবীন্দ্র সংগীতের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গীতধ্বনি সংগীত অঙ্গণের দুই দশক পূর্তি ও উস্তাদ কিরিটি রঞ্জর বড়ুয়ার প্রয়াণ দিবস উপলক্ষে গতকাল রাতে অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্র সংগীতের মাধ্যমে স্মরণ করা হয় তাকে।

এর আগে অনুষ্ঠান উদ্বোধনকালে বক্তব্য রাখেন সহ সভাপতি ডা. চিন্ময় বড়ুয়া, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, কোষাধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, গীতধ্বনি সংগীত অঙ্গণের দুই দশক পূর্তি ও উস্তাদ কিরিটি রঞ্জর বড়ুয়ার প্রয়ান দিবস উপলক্ষে আমাদের এই আয়োজন।

ডা. চিন্ময় বড়ুয়ার পরিচালনায় সঙ্গীতে অংশ নেন মো. মহিউদ্দিন, চিত্রা বড়ুয়া, বনানী চক্রবর্তী, বিভাস রুদ্র, ডা. তন্ময় বড়ুয়া, দেবাশীষ চক্রবর্তী, শুভাশিস চক্রবর্তী, হনুফা আক্তার, প্রমি বড়ুয়া, প্রমি ভূইয়া, পারবন, আরাফাত, সুমি, নবনিতা, প্রমা, অনেষা, প্রাযুক্তা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তির অনুমতি পেল ‘ব্ল্যাক ওয়ার’
পরবর্তী নিবন্ধশিল্পী আলাউদ্দিন তাহেরের গানের মোড়ক উন্মোচন