টিআইসিতে আনন্দী সঙ্গীত একাডেমির সঙ্গীতানুষ্ঠান আজ

| শনিবার , ২৪ জুন, ২০২৩ at ৭:২১ পূর্বাহ্ণ

আনন্দী সঙ্গীত একাডেমির ১২তম বর্ষপুর্তির সঙ্গীতানুষ্ঠান আজ শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামে (টিআইসি) অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম ও উদ্বোধক শিল্পী থাকবেন জয়ন্তী লালা। সংবর্ধিত অতিথি থাকবেন মোহন বীণা শিল্পী দোলন কানুনগো ও তবলা শিল্পী রতন দত্ত। বিশেষ থাকবেন অতিথি ফজল হোসেন। সভাপতিত্ব করবেন বিশুতোষ তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখবেন তবলাশিল্পী সুরজিৎ সেন। সঙ্গীত পরিবেশনায় থাকবেন শিল্পী আদিলা নূর, প্রাঙ্গণ ধর, বৈশাখী দাশ, শিমু দাশ, নারিন নাওয়াল, ডা. কেকা দৃষ্টি শর্মা, বিবরণ দাশ, অনিন্দিতা দত্ত, বর্ণালী দাশ সুস্মিতা সাহা, পিয়াসা বিশ্বাস জুঁই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবান জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাংগঠনিক সভা
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২