টিংকু দাশের মতো যোগ্য ছাত্রনেতা পাওয়া খুব কঠিন : শাহাদাত

| রবিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বর্তমান নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের ‘অঙ্গসংগঠন’ উল্লেখ করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্‌বায়ক শাহাদাত হোসেন বলেছেন, এই নির্বাচন কমিশনের অধীনে একটিও সুষ্ঠু নির্বাচন হয়নি। সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের মতো পরিচালিত হয়েছে। এই নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ দেখতে চায় না। তিনি বলেন, টিংকুদাশ জাতীয়তাবাদী ছাত্রদলের দূরন্ত মেধাবী ছাত্র সংগঠন অনবদ্য একটি সৃষ্টি। অসীম দূর সাহসিকতার সহিত জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন। তার মেধা, মনন, কথা বলার ভাষা জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীদেরকে আকৃষ্ট করত। অতি সহজে ছাত্রদের মন জয় করে জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে নিয়ে আসার কারিশমাটিক গুণাবলী তার কাছে ছিল। তার মত সাহসী নেতৃত্ব দেওয়ার যোগ্য ছাত্রনেতা পাওয়া খুব কঠিন।
গতকাল শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দফতর সম্পাদক প্রয়াত টিংকু দাশের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় শাহাদাত হোসেন এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এই স্মরণসভা হয়েছে। প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, টিংকুদাশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ডকে ভালোবেসে জাতীয়তাবাদী ছাত্রদল করেছিলেন। সভাপতির বক্তব্যে চাকসুর ভিপি নাজিম উদ্দীন বলেন, টিংকু দাশের মতো আদর্শবান তরুণ ও মেধাবী ছাত্রনেতার এ সময়ে বড় প্রয়োজন। নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাখাওয়াত হোসেন শাহীনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক এম এ আজিজ, নাজিমুর রহমান, এস কে খোদা তোতন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, হারুন জামান, আহমেদুল আলম চৌধুরী রাসেল, কামরুল ইসলাম, এম এ হাশেম রাজু, মন্‌জুর রহমান চৌধুরী, মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, এম আই চৌধুরী মামুন, জাকির হোসেন, তানভীর আহমদ, জিয়াউর রহমান জিয়া, আমিন জিসান, জিএম সালাউদ্দীন কাদের আসাদ, আরিফুর রহমান মিঠ, পলাশ চৌধুরী, আনন্দ বৌদি ভিক্ষু, রাজীব দাশ তমাল, রাশেদুল ইসলাম রাশুদ, অপু চৌধুরী আকাশ, আরমান চৌধুরী সুমন, এ সময় টিংকুর সহ ধর্মিনী পলি দত্ত সহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে অসুস্থ হয়ে পড়লেন জেলা পরিষদ চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধসরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন