টায়ার পুড়িয়ে কালো তেল তৈরি! সীতাকুণ্ডে কারখানা সিলগালা

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৩৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে অবৈধভাবে গড়ে তোলা টায়ার পুড়িয়ে কালো তেল তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে কারখানাটিকে সিলগালা করা হয়েছে। পাশাপাশি পরিবেশ বিধ্বংসী অবৈধ কালো তেল কারখানা কর্তৃপক্ষের কাছে জায়গা ভাড়া দেওয়ার অপরাধে জায়গার মালিক খাইরুল বশর চৌধুরীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আলী চৌধুরী পাড়া এলাকার জনবসতি সংলগ্ন পাহাড়ের পাদদেশে গড়ে উঠা এস এস ইন্ডাস্ট্রিজ নামক এ অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই কর্মকর্তা ইকবাল আহমদ, পরিদর্শক মুকুল মৃধা, উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন। এদিকে কারখানাটি সিলগালা করার খবরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। রফিক উদ্দিন সিদ্দিকী, খুরশিদ আলম, মো. দিদারুল আলমসহ একাধিক এলাকাবাসী জানান, টায়ার পুড়ানোর উৎকটগন্ধে রাতে ঘুমানো কষ্ট সাধ্য হয়ে পড়ে। প্রতিদিন সন্ধ্যার আঁধার নামার সাথে সাথেই কারখানায় চালু হয়। কারখানা থেকে অব্যাহত নির্গত কালো ধোঁয়ার কারণে পরিবেশ দুষিত হচ্ছে। পাশপাশি আশপাশের গাছপালাসহ পাহাড়ের সবুজ প্রকৃতি বিবর্ণ আকার ধারণ করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন বলেন, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের অবৈধ টায়ার পোড়ানো কারখানায় অভিযান চালানো হয়েছে। অভিযানকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টের পেয়ে কারখানায় কর্মরত লোকজন পাহাড়ের ভিতরে পালিয়ে যায়। তবে অভিযানকালে কারখানা মালিককে পাওয়া না গেলেও জায়গার মালিক দাবিদার খাইরুল বাশার চৌধুরীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচার বছর পালিয়ে পুলিশের হাতে ধরা
পরবর্তী নিবন্ধলেগুনার পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, ২ যাত্রী নিহত