সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে টোল প্লাজার সংকেত না মেনে টানেল দিয়ে পালানোর সময় ৯ হাজার ইয়াবাসহ মো. সোহেল (২৩) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে টানেলের নিরাপত্তা কর্মীরা। তিনি কক্সবাজারের রামু থানার দক্ষিণ গোয়ালিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র। গতকাল মঙ্গলবার বেলা ৩টায় আনোয়ারা প্রান্ত থেকে ঢুকে টানেলের পতেঙ্গা প্রান্তে বাহির হওয়ার মুখে তাকে আটক করা হয়। পরে তাকে নগরীর পতেঙ্গা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল চালুর পর থেকে সরকারিভাবে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও গতকাল ৩টার সময় হঠাৎ মোটরসাইকেল নিয়ে এক যুবক টোল প্লাজার সিগন্যাল অমান্য করে দ্রুত টানেলে ঢুকে পড়ে। ঘটনার পরপর টানেলের নিরাপত্তা কর্মীরা পতেঙ্গা প্রান্ত থেকে মোটরসাইকেল চালক মো. সোহেলকে আটক করার পর তার দেহ তল্লাশি করে ৯ হাজার ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টানেলে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও সরকারি আদেশ অমান্য করে টানেল দিয়ে আসার পথে ৯ হাজার ৩৯০ পিস ইয়াবাসহ সোহেল নামের মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।