টানেল থেকে মুছে ফেলা হলো বঙ্গবন্ধুর নাম ফলক !

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ৯:১৭ অপরাহ্ণ

টানেলের নিরাপত্তার স্বার্থে টানেলের গেটসহ বিভিন্ন স্থান থেকে বঙ্গবন্ধুর নাম ফলক মুছে ফেলেছে টানেল কর্তৃপক্ষ।

বুধবার (৭ আগস্ট) সকালে টানেল কর্তৃপক্ষ স্কেভেটর দিয়ে টানেলের মূল ফটক থেকে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল” নামটি মুছে দেয়।

বিষয়টি নিশ্চিত করে টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফাত বলেন, বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন করার কোনো সিদ্ধান্ত না হলেও টানেলের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্তে বঙ্গবন্ধুর নাম ফলকটি মুছে ফেলা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউর উপাচার্যের কাছে ছাত্র আন্দোলনের দিনগুলি তুলে ধরলেন ক্যাম্পাসের শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধহিন্দু ভাইদের আপনারা রক্ষা করবেন : রাউজানে হুম্মাম কাদের চৌধুরী