টানেলের নিরাপত্তার স্বার্থে গেটসহ বিভিন্নস্থান থেকে বঙ্গবন্ধুর নামটি মুছে ফেলেছে টানেল কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকালে টানেল কর্তৃপক্ষ স্কেভেটর দিয়ে টানেলের মূল ফটক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নামটি মুছে দেয়। বিষয়টি নিশ্চিত করেন টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফাত বলেন, টানেলের নাম পরিবর্তন করার কোনো সিদ্ধান্ত না হলেও নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্তে বঙ্গবন্ধুর নামটি মুছে ফেলা হচ্ছে।