আনোয়ারায় বাসের ধাক্কায় মোহাম্মদ সোহেল (৪০) নামে মাইক্রোবাসের এক চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে চাতরী চৌমুহনী এলাকার টানেল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। সোহেল বারশত ইউনিয়নের দক্ষিণ বারশত এলাকার ইয়ারজান বাপের বাড়ির নুর মোহাম্মদের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাইয়েস নোহা পরিবহন সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম। তিনি বলেন, প্রতিদিনের ন্যায় সোহেল তার মাইক্রোবাসটি পার্কিং করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে কঙবাজার থেকে আসা ঢাকাগামী বাস কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে গোলচত্বর পার না হয় উল্টোপথে এসে সোহেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১২টার দিকে তিনি মারা যান। স্থানীয়রা বাসের পেছনে তাড়া করে টুলবঙ এলাকায় বাসসহ দুজনকে আটক করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












