‘নগর পুলিশের জন্য দ্বিতীয় আরেকটি পুলিশ লাইন করার সুপারিশ করা হয়েছে পুলিশ সদর দপ্তরে’- জানিয়েছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। কর্ণফুলী টানেলের আশপাশের এলাকাতেই এই পুলিশ লাইন করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি থানার সংখ্যা বাড়িয়ে ২০টি করার প্রস্তাব দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দামপাড়া পুলিশ লাইন্সে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। গতকাল মূলত ছিল সাংবাদিকদের সাথে তাঁর আনুষ্ঠানিক শেষ বৈঠক।
সিএমপিতে কাজ করতে গিয়ে অভ্যন্তরীণ সংকটের কথা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ কমিশনার হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল লোকবল সংকট। তিনি বলেন, আমাদের সিএমপিতে প্রতি এক হাজার নাগরিকের জন্য ১ জন করে পুলিশ আছে। কিন্তু সারা দেশে এই রেশিও যদি দেখি তাহলে ৮৫০ জনের জন্য ১ জন পুলিশ আছে। অথচ চট্টগ্রাম একটা গুরুত্বপূর্ণ শহর। একটা বড় শহরে যা যা থাকে সবই আছে এখানে। আমাদের হিসেবে এখানে এখন পুরো দেশের হিসেবে ৯০০ লোকবল কম আছে।
দ্বিতীয় পুলিশ লাইন প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি বলেন, আমরা সদর দপ্তরে লোকবল চেয়েছি এবং দ্বিতীয় আরেকটা পুলিশ লাইন করার প্রস্তাব পাঠিয়েছি। কর্ণফুলী টানেলের পাশে পুলিশ লাইন করার প্রস্তাব পাঠানোর কারণ টানেল করার পর ওই এলাকায় শিল্পায়ন বাড়বে। এ ছাড়াও আমরা থানা বাড়িয়ে ২০টি করার প্রস্তাব দিয়েছি।