টানেলে সড়কের চেকপোস্টে উল্টে গেল মাইক্রো

নিরাপত্তাকর্মীসহ আহত ৭

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৬:০৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সড়কের চেকপোস্টে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস উল্টে ৭ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি আনোয়ারা বৈরাগ এলাকার টানেল সড়কের চৌরাস্তা হয়ে পিএবি সড়কের দিকে আসছিল। আহতরা হলেন, টানেল চেকপোস্টের নিরাপত্তাকর্মী ও নৌবাহিনীর সদস্য গাজী মাহবুবুর রহমান রনি, মাইক্রোবাস চালক রুবেল, যাত্রী আলী মর্তুজা, রাশেদুল ইসলাম, ফারহানা, মুন্না ও কান্তি। তাদের বাড়ি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায়। আহতদের মধ্যে রুবেল, ফরহাদ ও রনির অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন আনোয়ারা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক।

আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু টানেল সড়কে চেকপাস্টে নিয়ন্ত্রণ হারিয়ে নিরাপত্তা বঙে ধাক্কা লেগে একটি মাইক্রো বাস উল্টে ৭ জন আহত হয়েছে।

এ বিষয়ে টানেল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম জানান, টানেল সড়কের চায়না শিল্পজোন সড়ক এলাকার চেক পোস্টে মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে টানেলের একজন নিরাপত্তা কর্মীও আহত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅপরিবর্তিত থাকতে পারে রাত-দিনের তাপমাত্রা
পরবর্তী নিবন্ধঅবশেষে সচল হলো এনজিওগ্রাম মেশিন