টানেলের কারণে আনোয়ারা শীঘ্রই শহরে পরিণত হবে

আনোয়ারায় পূজা উদযাপন পরিষদের অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২০ অক্টোবর, ২০২৩ at ৪:৫২ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু টানেল বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় প্রথম টানেল তাও আবার আনোয়ারায়। টানেলের কারণে উন্নয়ন এগিয়ে চলছে, শীঘ্রই আনোয়ারা শহরে পরিণত হবে। আগামী ২৮ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক টানেল উদ্বোধন পরবর্তী জনসভায় বক্তব্য রাখবেন। যেহেতু আনোয়ারা কর্ণফুলী আমার নির্বাচনী এলাকা তাই আমার ও আপনাদের দায়িত্বও বেশি।

গতকাল বৃহস্পতিবার আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে উপজেলা হলরুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার পূজামণ্ডপে ভোগ্যপণ্য ও ভূমিমন্ত্রীর ব্যক্তিগত পক্ষ থেকে অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারি সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন চৌধুরী, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাড. ইমরান হোসেন বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, চেয়ারম্যান অসীম কুমার দেব, এডভোকেট হরিপদ চক্রর্বত্তী, মাস্টার প্রকৃত রঞ্জন দত্ত, বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, অনুপম চক্রবর্তী বাবু, নিউটন সরকার, তাপস বল, সাগর মিত্র, অজিত আইচসহ আনোয়ারা কর্ণফুলী উপজেলার ১৩৮ পুজা মন্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএপিবিএনের এএসআই সাগরের বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধখাদ্যপণ্যের দাম আপাতত কমার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী