প্রথম চার ম্যাচে তিন জয় দিয়ে দারুন করেও পিছিয়ে পড়ে মোহামেডান। অবশেষে টানা চার হারের পর জয়ের মুখ দেখল দলটি। গতকাল সিটি ক্লাবকে ৫ রানে হারিয়েছে মোহামেডান। আব্দুল মজিদ ও শুভাগত হোম চৌধুরির ফিফটিতে ৯ উইকেটে ২২৮ রান করে মোহামেডান। মজিদ ১ ছক্কা ও ৩ চারে ৬৪ রান করেন। আর শুভাগত ৩ ছক্কা ও ৪ চারে ৫৯ রান করেন। ২৬ রান করে অপরাজিত থাকেন ইয়াসিন আরাফাত। সিটি ক্লাবের হয়ে ৩ উইকেট নেন আব্দুল হালিম। দুটি নেন রাজিবুল। জবাবে ব্যাট করতে নামা সিটি ক্লাব ৪৮.৪ ওভারে ২২৩ রান করে অল আউট হয়। দলের পক্ষে তৌফিক ৫০, মইনুল ১৪, আশিক ১৩, রুয়েন ৬৯ এবং রাজিবুল করেন ২৪ রান। মোহামেডানের পক্ষে ৪৭ রানে ৩ উইকেট নেন মাহমুদ। সৌম্য সরকার নেন ২ উইকেট।