জাপানে গত বছর জন্মের তুলনায় প্রায় ১০ লাখ বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে ১৯৬৮ সালে সরকারি জরিপ শুরুর পর কোনো বছরেই জন্ম–মৃত্যুর এত বড় ব্যবধান দেখা যায়নি। জন্মহারের অধোগতি এবং জনসংখ্যায় বৃদ্ধদের আধিপত্য বাড়তে থাকায় সৃষ্ট এ সঙ্কটকে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ‘নীরব জরুরি অবস্থা’ আখ্যা দিয়ে বিনামূল্যে শিশুযত্ন ও কর্মঘণ্টাকে আরও শিথিল করাসহ পরিবারবান্ধব নীতি নেওয়ার আশ্বাস দিয়েছেন। খবর বিডিনিউজের।
দীর্ঘদিন ধরেই জাপানি নারীরা সন্তান জন্মদানে খুব একটা আগ্রহী নন, তাদেরকে উৎসাহিত করতে দেশটির সরকারগুলো এর আগেও নানান পদক্ষেপ নিয়েছে, তবে সেসব উদ্যোগেও খুব একটা লাভ হয়নি, লিখেছে বিবিসি। বুধবার জাপানের অভ্যন্তরীণ বিষয় ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া নতুন তথ্যে দেখা যাচ্ছে, ২০২৪ সালে জন্ম–মৃত্যু হিসাবে নিলে জাপানি নাগরিকের সংখ্যা ৯ লাখ ৮ হাজার ৫৭৪ জন কমেছে। গত বছর জাপানে ৬ লাখ ৮৬ হাজার ৬১ জনের জন্ম নেওয়ার তথ্য রেকর্ড হয়েছে।












