টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম আদালতের ৭০% বিচারপ্রার্থী অনুপস্থিত

| বৃহস্পতিবার , ২২ আগস্ট, ২০২৪ at ৫:১৩ অপরাহ্ণ

টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চলে সৃষ্টি জলাবরদ্ধতা ও বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতি কারণে চট্টগ্রাম আদালতের প্রায় ৭০% বিচারপ্রার্থী তাদের চলমান বিচার কার্যক্রম বা মামলার ধার্য্য তারিখে উপস্থিত হয়নি।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) এব্যাপারে জানতে চাওয়া হলে চট্টগ্রাম মহানগর পিপি এড. আবদুর রশিদ বলেন, টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি এবং বিভিন্ন উপজেলা বন্যার কারণে আজ অনেক বিচারপ্রার্থী তাদের বিচার কার্যক্রমে অংশগ্রহণ করেননি।

আইনজীবীরা তাদের পক্ষে সময়ের আবেদন করেছে। আদালতও তা মঞ্জুর করেছেন। আজ বিচারপ্রার্থীর উপস্থিতি শতকরা হিসাব করলে প্রায় ৭০% বিচারপ্রার্থী আদালতে উপস্থিত হননি আদালতে।

ভারী বৃষ্টিতে নগরের হালিশহর, আগ্রাবাদ, মুরাদপুর, নিউমার্কেট, পাঁচলাইশ, কাতালগঞ্জ, চকবাজার, শোলকবহর, ২ নম্বর গেইট, বাকলিয়াসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এসব এলাকার কোনো কোনো সড়কে হাঁটু থেকে কোমর সমান পরিমাণ পানি দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধফেনীতে বন্যাদুর্গত মানুষের পাশে সদরঘাট নৌ-পুলিশ
পরবর্তী নিবন্ধউন্মুক্ত সন্দ্বীপ-চট্টগ্রাম নৌ রুট, কমছে নৌযানের ভাড়া