টানা বৃষ্টিতে চবিতে পাহাড় ধস

চবি প্রতিনিধি | সোমবার , ২০ জুন, ২০২২ at ১:২৯ অপরাহ্ণ

টানা বৃষ্টির ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। রোববার (১৯ জুন) মধ্যরাতে ক্যাম্পাসের কাটা পাহাড় সড়ক ও সমাজবিজ্ঞান অনুষদ সংলগ্ন রাস্তায় পাহাড় ধসে পড়ে। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

এতে করে সারারাত এ দুই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে সোমবার (২০ জুন) সকালে প্রক্টরিয়াল বডির সহায়তায় রাস্তায় নেমে আসা পাহাড়ি মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অতি বৃষ্টির ফলে ক্যাম্পাসের দুই জায়গায় পাহাড় ধসে মাটি নেমে এসেছিল। আমরা সকালে তা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে ডুবে যাওয়া ভবনের বিদ্যুতের তারে জড়িয়ে ২ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধনগরের চশমা হিলে পাহাড় ধসে কিশোরের মৃত্যু