টানা বৃষ্টিতে চট্টগ্রামে ভূমিধস, বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড বন্ধ

| শনিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৪ at ১:৫৭ অপরাহ্ণ

টানা বর্ষণে শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে ভূমিধসের ঘটনা ঘটেছে। ভোর ৩টা থেকে ৪টার মধ্যে ৬ নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সহকারী প্রকৌশলী ও বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের প্রকল্প পরিচালক আসাদ বিন আনোয়ার ভূমিধসের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাশের রাস্তার পাশের পাহাড় থেকে মাটির একটি বড় অংশ রাস্তার ফৌজদারহাটগামী লেনের উপর ধসে পড়ে, যা যান চলাচলে বাধা দেয়। যেহেতু ওই সময় ন্যূনতম যানবাহন চলাচল ছিল, তাই কেউ ক্ষতিগ্রস্ত হয়নি।

তিনি জানান, সড়কের ক্ষতিগ্রস্ত অংশে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, যানবাহনগুলোকে ডাইভার্ট করা হচ্ছে। কর্তৃপক্ষ ধ্বংসাবশেষ অপসারণ এবং যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক যান চলাচল পুনরুদ্ধার করার জন্য কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ছড়া থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধকর্ণফুলী-আনোয়ারায় হাতির আক্রমণে ১২ বছরে ১৩ মৃত্যু