টানা বৃষ্টিতে কাপ্তাই লেকে পানি বাড়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ২৪ অক্টোবর, ২০২০ at ৮:০৪ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে রাঙামাটি জেলায় গত তিন দিন ধরে টানা ভারী বৃষ্টিপাত হয়।
বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে কাপ্তাই লেকে পানির উচ্চতা বৃদ্ধি পায়।
লেকে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়।
কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি জেনারেটরের মধ্যে বর্তমানে ৪টি জেনারেটর বিদ্যুৎ উৎপাদনে সচল রয়েছে।
এই চারটি জেনারেটর থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে কর্ণফুলী পানি বিদুৎ কেন্দ্রের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায়, আজ শনিবার (২৪ অক্টোবর) কাপ্তাই লেকে পানি রয়েছে ১০৩.২৫ ফুট মীন সী লেভেল (এমএসএল)।
অবশ্য রুলকার্ভ অনুযায়ী লেকে এই মুহূর্তে (২৪ অক্টোবর) ১০৮.২৫ ফুট এমএসএল পানি থাকার কথা। রুলকার্ভের চেয়ে লেকে এখনও ৫ ফুট পানি কম রয়েছে।
পাহাড়ি ঢল অব্যাহত থাকায় কাপ্তাই লেকে পানির পরিমাণ আরো বাড়বে বলে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ আশা করছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের কাপ্তাই লেকে পানি বৃদ্ধি এবং কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “বর্তমানে ১, ৩, ৪ ও ৫ নম্বর জেনারেটর বিদ্যুৎ উৎপাদনে সচল রয়েছে। ১ নম্বর জেনারেটর থেকে ৪৩ মেগাওয়াট, ২ নম্বর জেনারেটর থেকে ৪৭ এবং ৩ ও ৫ নম্বর জেনারেটর থেকে ৩৫ মেগাওয়াট হারে মোট ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।”
উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রীডে সঞ্চালন করা হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র।

পূর্ববর্তী নিবন্ধপুঁইছড়িতে লাশ পারাপার করতে হয় গলা সমান পানিতে নেমে
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে আটকে পড়া ৪শ’ পর্যটক ফিরবে কাল