টানা দ্বিতীয় ম্যাচে উপেক্ষিত লিটন

| বৃহস্পতিবার , ২৭ এপ্রিল, ২০২৩ at ১০:৫০ পূর্বাহ্ণ

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২০ এপ্রিলের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের একাদশে ছিলেন লিটন দাস। আইপিএলে অভিষেক ম্যাচটা রাঙাতে পারেননি। মাত্র ৪ রান করেন এবং উইকেটকিপিংয়েও ভুলের কারণে ট্রলের শিকার হন সোশ্যাল মিডিয়ায়। ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পরের ম্যাচে বাদ পড়েন। গতকাল বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও একাদশে জায়গা করে নিতে পারেননি বাংলাদেশি তারকা। চেন্নাইয়ের বিপক্ষে গত রোববার একাদশে জায়গা হারান লিটন। তার বদলে কিপিং ও ওপেনিংয়ে জায়গা পান নারায়ণ জাগাদিশান। বেঙ্গালুরুর বিপক্ষেও এই ভারতীয় ক্রিকেটার একাদশে।

জেসন রয়, আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও ডেভিড উইজ বিদেশি ক্যাটাগরিতে একাদশ পূরণ করেছেন। অবশ্য ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে আছেন লিটন। এই ম্যাচে টসে জিতে বিরাট কোহলি কলকাতাকে ব্যাটিংয়ে পাঠান। গত ৯ এপ্রিল শেষ ম্যাচ জিতেছিল কলকাতা। গুজরাট টাইটান্সকে হারানোর পর টানা চার ম্যাচ হেরে গেছে তারা। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে দুইবারের চ্যাম্পিয়নরা।

পূর্ববর্তী নিবন্ধবাফুফের তদন্ত কমিটি থেকে দুই সদস্যের পদত্যাগ
পরবর্তী নিবন্ধমেসির ‘বেতন বৃদ্ধির দাবি’ মানতে রাজি নয় পিএসজি