টানা দ্বিতীয় দিন একশর বেশি কোভিড রোগী শনাক্ত

| বুধবার , ৩১ মে, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

দেশে গত একদিনে আরও ১১৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়নি কারও। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৮২৬টি নমুনা পরীক্ষা করে ওই ১১৪ জন নতুন রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৬ দশমিক ২৪ শতাংশ। আগের দিন যা ৫ দশমিক ১৩ শতাংশ ছিল। খবর বিডিনিউজের।

দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০এর নিচে থাকছিল বেশ কয়েক মাস ধরে। মে মাসের মাঝামাঝি সময় থেকে তা আবার একটু একটু করে বাড়তে শুরু করে। সোমবার একদিনেই ১৫৯ জন কোভিড রোগী শনাক্তের খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর, যা সাত মাসের সর্বোচ্চ। গতকালও একশর বেশি রোগী শনাক্তের খবর এল। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৯ হাজার ২৪৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে অপরিবর্তিতই রয়েছে, ২৯ হাজার ৪৪৬ জন। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ।

পূর্ববর্তী নিবন্ধমহানগর ১৪ দলের সমাবেশ আজ
পরবর্তী নিবন্ধজিয়ার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল