রাবেয়া সিরাজ অনূর্ধ্ব-১৫ কিশোর ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন মাদারবাড়ী শোভনীয়া ক্লাব। এছাড়া বড় জয় দিয়ে লিগ শুরু করেছে আব্দুল সোবাহান ফুটবল দল। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের ‘এ’ গ্রুপে গতকাল সোমবার দিনের প্রথম খেলায় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব ৩-০ গোলে কল্লোল সংঘ গ্রীণকে পরাজিত করে। শোভনীয়া নিজেদের প্রথম খেলায় আলোর ঠিকানাকে পরাজিত করে। অন্যদিকে কল্লোল সংঘ গ্রীণ তাদের প্রথম খেলায় জয়লাভ করলেও দ্বিতীয় খেলায় গতকাল প্রথম পরাজয়ের মুখ দেখলো। মাদারবাড়ী শোভনীয়া ক্লাব গতকাল খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে। এ সময় দলের ওসমান এবং শিপন একটি করে গোল দেন। দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটের সময় শিপন নিজের দ্বিতীয় গোল করলে শোভনীয়া খেলায় ৩-০ গোলে এগিয়ে যায়। এ খেলায় কল্লোল সংঘ মাঝে মাঝেই বিপক্ষ দলের গোলমুখে হানা দিলেও সুবিধা করতে পারেনি। কুশলী গোলদাতার অভাবে গোল পাওয়া হয়নি তাদের। শোভনীয়া ২ খেলা শেষে ৬ এবং কল্লোল গ্রীণ সমান খেলায় ৩ পয়েন্ট অর্জন করেছে।
একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় আব্দুল সোবাহান ফুটবল দল ৬-০ গোলের বড় ব্যবধানে চান্দগাঁও স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। এটি তাদের প্রথম জয়। অন্যদিকে চান্দগাঁও পরপর দুই খেলায় পরাজিত হলো। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ৩-০ গোলে এগিয়েছিল। দলের পক্ষে আবু সালেক ২টি গোল করেন। ছাদিন ইসলাম,ওয়ালিদুল ইসলাম এবং জিসানউদ্দিন প্রত্যেকে ১টি করে গোল করেন। অন্য গোলটি হয় আত্মঘাতি।
খেলার দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় আব্দুল সোবাহান ফুটবল দল। এসময় গোলমুখে হেড দিয়ে বল জালে জড়ান আবু সালেক (১-০)। ১৯ মিনিটে পেনাল্টি পায় তারা। এসময় চান্দগাঁওয়ের মোবাররাত হোসেন বক্সের ভেতর ঢুকে পড়া আব্দুল সোবাহানের মারুফ হাসানকে ফেলে দেন। রেফারী পেনাল্টির বাঁশী বাজান আব্দুল সোবাহানের পক্ষে। এ থেকে গোল করেন ছাদিন ইসলাম (২-০)। ২৮ মিনিটে মারুফ হাসানের কর্ণার থেকে গোলমুখে পা লাগিয়ে বল জালে ঢুকিয়ে দেন ওয়ালিদুল ইসলাম (৩-০)। এসময় চান্দগাঁওয়ের গোলমুখে একের পর এক আক্রমন শানাতে থাকে আব্দুল সোবাহানের খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধেও তাদের আক্রমণ অব্যাহত থাকে। এ থেকে আরো তিনটি গোল আদায় করে নিতে সক্ষম হয় তারা। ৩৭ মিনিটে আক্রমণে উঠে আব্দুল সোবাহান। কিন্তু ক্লিয়ার করতে গিয়ে মো. আনাসের মাথায় লেগে বল চান্দগাঁওয়ের গোলে ঢুকে যায়। আব্দুল সোবাহান এগিয়ে যায় ৪-০ গোলে। ৪২ মিনিটে আবু সালেক নিজের দ্বিতীয় গোল করেন। আগুয়ান আবু সালেক কোনাকুনি শটে চান্দগাঁও কিপারকে ফাঁকি দেন (৫-০)। খেলার ৬০ মিনিটে জিসানউদ্দিন একক প্রচেষ্টায় মাঝ মাঠ থেকে বল নিয়ে বক্সের ভেতর ঢুকে পড়েন। দলের পক্ষে ৬ষ্ঠ গোল করতে কোন বেগ পেতে হয়নি তাকে (৬-০)। দুই খেলা শেষে চান্দগাঁও স্পোর্টিং ক্লাব কোন পয়েন্ট পায়নি।
আজ মঙ্গলবার কিশোর ফুটবল লিগের দুটি খেলা অনুষ্ঠিত হবে। এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম খেলায় অংশ নেবে আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ এবং মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি। বিকাল ২.৩০টায় এ খেলা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় খেলা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে মুখোমুখি হবে ফ্রেন্ডস ক্লাব এবং বাংলাদেশ রেলওয়ে এস এ।