টানা দ্বিতীয় জয় পেল পাইরেট্‌্‌স

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাইরেটস অব চিটাগাং। তারা নিজেদের প্রথম খেলায় মোহামেডানকে পরাজিত করেছিল। গতকাল শুক্রবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পাইরেট্‌্‌স ৬৫ রানের বড় ব্যবধানে রাইজিং স্টার ক্লাবকে পরাজিত করে। এ হারে রাইজিং স্টার পরপর দুই খেলায় পরাজিত হলো। রাইজিং তাদের আগের খেলায় ব্রাদার্স ইউনিয়নের কাছে পরাজিত হয়েছিল। গতকাল টসে জিতে পাইরেটস প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করে। দলীয় ১৯ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে মো. রুবেল এবং আরমানউল্লাহ ৮১ রান যোগ করে পরিস্থিতি সামাল দেন। এ জুটি ভাঙ্গে দলীয় ১০০ রানের মাথায়। এ সময় আরমানউল্লাহ ব্যক্তিগত ৩৭ রান করে এনামুলের বলে বোল্ড হয়ে যান। রুবেল নিজের অর্ধশতক পূর্ণ করে দলীয় ১১২ রানের সময় আউট হয়ে যান। তিনি করেন ৫১ রান। এরপর দলের হাল ধরেন সাবেক জাতীয় তারকা নাইম ইসলাম। আগের খেলার মতো এ খেলাতেও অর্ধশতক হাঁকান তিনি। রেজাউল করিম রাজীবের সাথে ব্যাট করে নাইম ইসলাম ৬ষ্ঠ উইকেট জুটিতে ১০৭ রান যোগ করেন। নিজস্ব ৭৭ রানে তিনি যখন আউট হয়ে যান দলীয় রান তখন দুশো পেরিয়ে যায়। দলীয় ২২৩ রানের সময় নাইম ওমর ফারুকের বলে বোল্ড হয়ে যান। রাজীবও কিছু পরেই আউট হয়ে যান। দলের রান সংখ্যা যখন ২৩১ তখন ব্যক্তিগত ৪০ রানে আউট হন রেজাউল করিম রাজীব। পাইরেট্‌সের ইনিংসে অতিরিক্ত থেকে আসে ১৫ রান। রাইজিং ষ্টার ক্লাবের ইয়াসিন আরাফাত,ওমর ফারুক এবং হেদায়েত উল্লাহ জিশান প্রত্যেকে ২টি করে উইকেট নেন। ১টি উইকেট পান এনামুল হক। ২৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে রাইজিং স্টার ক্লাব ৪৭.৩ ওভার খেলে ১৭৩ রানে সবাই গুটিয়ে যায়। শুরুতেই উইকেট হারায় তারা। দলীয় ৯ রানে উদ্বোধনী জুটি ভেঙ্গে যায় তাদের। এরপর সাইদুল ইসলাম তুহিন এবং ওমর ফারুক আকাশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। এ দুজন যথাক্রমে ৩১ এবং ৩৪ রান করে আউট হয়ে যান। এরপর ৮ম উইকেট জুটিতে এনামুল হক এবং হেদায়েত উল্লাহ জিশান ৬১ রান যোগ করলে দলীয় রান দেড়শো পার হয়। জিশান ব্যক্তিগত ১৮ রান করে বিদায় নিলে এনামুলের পক্ষে আর বেশি কিছু সম্ভব হয়নি। তাকে বাকিরাও আর সাপোর্ট দিতে পারেননি। এনামুল ৪৭ রানে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে রাইজিং স্টার পায় ১৫ রান। পাইরেট্‌স অব চিটাগাং এর অংশুমান ঘোষ ১৫ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। জিশান আলম ১৭ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট পান ইফরান হোসেন,নাইম ইসলাম এবং আরিফ আহমেদ। আজকের খেলায় অংশ নেবে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়র এবং ইস্পাহানী স্পোর্টিং ক্লাব। খেলাটি এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবল লিগে শোভনীয়া ক্লাবের জয়
পরবর্তী নিবন্ধজয়কে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী