টানা দ্বিতীয় জয় পেল রংপুর রাইডার্স

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৭:২২ পূর্বাহ্ণ

বিপিএলের এবারের আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে শিরোপা প্রত্যাশী রংপুর রাইডার্স। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স ৩৪ রানে সিলেট স্ট্রাইকার্সকে পরাজিত করে। টানা দুই জয়ে রংপুর এখন সবার উপরে। আগের ম্যাচে ঢাকার বিপক্ষে ১৯১ রান করলেও গতকাল সিলেটের বিপক্ষে ১৫৫ রানের বেশি করতে পারেনি। তবে বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর ফলে সহজ আরো একটি জয় তুলে নিয়েছে রংপুর। টস জিতে ব্যাট করতে নামা রংপুর রইডার্স ২২ রানে প্রথম উইকেট হারায়। ৬ রান করে ফিরেন আলেক্স হেলস। পরের ওভারে সাঈফ হাসান এবং টেইলরকে হারিয়ে চাপে পড়ে রংপুর। চতুর্থ উইকেটে ইফতেখার এবং খুশদিল শাহ মিলে যোগ করেন ৪১ রান। ১৬ বলে ২১ রান করা খুশদিল শাহ ফিরলে ভাঙ্গে এ জুটি। এরপর অধিনায়ক সোহানকে নিয়ে ৬৫ রান যোগ করেন ইফতেখার। ২৪ বলে ৪টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৪২ রান করে সোহান ফিরলে ভাঙ্গে এজুটি। এরপর আর জুটি গড়ে উঠেনি। তবে একপ্রান্ত ধরে রাখা ইফতেখার ৪২ বল খেলে ৪৭ রান করে অপরাজিত থাকেন। শেষ দিকে শেখ মেহেদী হাসান করেন ৮ বলে ১৬ রান। আর তাতে ১৫৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় রংপুর। সিলেট স্ট্রাইকার্সের পক্ষে ২টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও আল আমিন হোসেন। রিসি টপলি এবং সামিউল্লাহ সিনওয়ারি নেন ১টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নামা সিলেট স্ট্রাইকার্স দ্বিতীয় ওভারেই ওপেনার জর্জ মানসে কে হারায়। দ্বিতীয় উইকেটে ৩৩ রান যোগ করেন রনি তালুকদার এবং জাকির হাসান। ১২ বলে ১৬ রান করে ফিরেন জাকির। আইরিশ ব্যাটার পল স্টার্লিং এসেও সুবিধা করতে পারেনি। ফিরেছেণ ৬ রান করে। তবে রনি তালুকদার টানছিলেন দলকে। চতুর্থ উইকেটে জাকের আলিকে নিয়ে ৪৮ রান যোগ করে ফিরেন রনি তালুকদার। তার ৩৬ বলে ৪১ রানের ইনিংসটি থামান খুশদিল শাহ। পরের বলে আরিফুলকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন খুশদিল শাহ। পরের ওভারে জাকের আলি ফিরেন ৩৩ বলে ২৪ রান করে। পরের ব্যাটাররা আর সুবিধা করতে পারেনি মোটেও। ফলে ১২১ রানে থামে সিলেট স্ট্রাইকার্সের ইনিংস। রংপুর রাইডার্সের পক্ষে ২৭ রানে ৪ উইকেট নেন নাহিদ রানা।

পূর্ববর্তী নিবন্ধকাটিরহাটে বদলবাড়ি আন্তঃ ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধ‘টাইমড আউট’ থেকে ফিরিয়ে আবার বল হাতেও ফেরালেন মিরাজ